BREAKING : উত্তাল গঙ্গায় মাছ ধরতে গিয়ে ডুবে গেল ৬ টি ডিঙি,নিখোঁজ ৩ জন

 

নিউজ ডেস্ক - ঘূর্ণিঝড় 'দানা' র আগাম সতর্কতাবার্তা জানিয়ে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । আর সেই নিষেধাজ্ঞা অমান্য করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নদীতে মাছ ধরতে নেমেছিল ছ’টি ডিঙি নৌকা। আর তার পরই ডিঙি ছটি ডুবে যায়। প্রশাসন সূত্রে খবরে জানা যাচ্ছে, এই ঘটনায় প্রায় সাতজন নিখোঁজ ছিলেন। পরে চারজন সাঁতার কেটে চলে এলেও বাকি তিনজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ডিঙি নৌকা নিয়ে আর মাছ ধরার জাল নিয়ে উত্তাল গঙ্গায় কয়েজন মৎস্যজীবী গিয়েছিল। সেই সময় সময় ঝোড়ো হাওয়া বইতে শুরু করায় তখনই ডুবে যায় নৌকাগুলি। আর নৌকাডুবির ঘটনায় সম্পূর্ণ ব্লক প্রশাসনকেই দায়ী করলেন এলাকাবাসী। 

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “কয়েকদিন আগেই বন্যার সতর্কবার্তা যেভাবে দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই যদি প্রশাসন আগেভাগেই সতর্ক থাকত, এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না।” আরও এক ব্যক্তি বলেন, “একটা নৌকা ছিল সেখান থেকে একজন উঠে এল। তারপর দূরে দেখি আরও একটা নৌকা। সেই নৌকা থেকে বাঁচাও-বাঁচাও বলে সকলে চিৎকার করছে। যতটা পেরেছি তাঁদের উদ্ধার করেছি।”

এলাকাবাসী এই ঘটনার জন্য সামশেরগঞ্জ প্রশাসনকেই দায়ী করলেও ঘটনার বিষয়ে বিডিও জানাচ্ছে, “নৌকাডুবির ঘটনা ঘটেছে। যা বুঝলাম সকলেই বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা। কতজন তলিয়ে গিয়েছে সেই সংখ্যা বলা মুশকিল। প্রশাসন সতর্কবার্তা আগেই দিয়েছে। শুনলাম যতদূর ওঁরা মাছ ধরছিলেন।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন