নিউজ ডেস্ক - সোমবার সকালে নাগপুর রেলস্টেশনে কয়েকজন ঘুমন্ত ব্যাক্তির উপর দিয়ে আচমকা এক ব্যক্তি একটি কংক্রিটের স্লিপার তুলে দেন। যার জেরে তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে।ঘটনায় মৃত্যু হয় দুই জনের এবং গুরুতর জখম আরও দু’জন।জানা যাচ্ছে, ওই অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
সূত্রের খবর, নাগপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে ঘুমিয়েছিলেন কয়েকজন। সকাল ৭টা নাগাদ রেললাইনে ব্যবহৃত ৫০ কেজি ওজনের কংক্রিটের স্লিপার তুলে এনে ওই ঘুমন্ত ব্যক্তিদের উপর আঘাত করেন বছর পঁয়তাল্লিশের জয়রাম কেওয়াত নামে মানসিক ভারসাম্যহীন ওই ব্যাক্তি। ইতিমধ্যে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।পুলিশ জানায়, ধৃত ওই ব্যক্তি আচমকা ওই প্ল্যাটফর্মে চলে এসে কংক্রিটের স্লিপার দিয়ে ঘুমন্ত ব্যক্তিদের মাথায় আঘাত করেন।
Tags
India