নিউজ ডেস্ক - রবিবার উত্তর প্রদেশে রঘুরাজ সিং স্টেশনের কাছে রেললাইনে প্রচুর পরিমাণে মাটি পরে থাকার কারণে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। দুর্ঘটনা এড়ানো সম্ভব হল চালকের তৎপরতায়। ঠিক সময়ে লোকো পাইলট দেখতে পান যে সামনে রেললাইন জুড়ে মাটি ফেলা রয়েছে।আর সেই সমি তিনি ব্রেক কষতেই কোনওক্রমে দুর্ঘটনা এড়ানো যায়।এরপর রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে, তারা এসে রেললাইন থেকে মাটি সরিয়ে দেন এবং ফের ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এসএইচও দেবেন্দ্র ভাদোরিয়া বলেন, “রেললাইনে মাটি ফেলা ছিল যার কারণে রায়বরৈলী থেকে আসা একটি ট্রে আটকে পড়েছিল। বর্তমানে ফের রেল চলাচল শুরু হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রেললাইনের কাছেই নির্মাণকাজ চলছে। তাই রাতের বেলায় বালি-মাটি আনা হয়। আর রবিবার বিকেলে একটি ডাম্পার রেললাইনে মাটি ফেলে দিয়ে পালিয়ে যায়।এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।