নিউজ ডেস্ক - শুক্রবার রাত ৮.৫০ নাগাদ তামিলনাড়ুর গুম্মুদিপুন্ডির কাছে কাভারাপেট্টাইতে তামিলনাড়ুর তিরুভাল্লুরে একটি মালবাহী ট্রেনের সঙ্গে মুঁখোমুখি সংঘর্ষ হয় মাইসুরু-দ্বারভাঙ্গা এক্সপ্রেসের। সংঘর্ষের জেরে অন্তত তিনটি বগিতে আগুন ধরে যায়।আর তা দ্রুত অন্যান্য কতামরাতেও ছডিয়ে পড়ছে বলে সূত্রের খবর। ঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রেলওয়ে সূত্রের খবর, দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে দ্বারভাঙ্গা এক্সপ্রেস।ফলে যাত্রীবাহী ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলেও জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিয়ো দেখা যাচ্ছে প্রাথমিকভাবে স্থানীয় মানুষই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে আরপিএফ কর্মীরা ও স্থানীয় পুলিশও পৌঁছে গিয়েচ্ছেন। যারা অল্প আহত তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যাদের আঘাত গুরুতর, তাদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
Tags
accident