নিউজ ডেস্ক - সোমবার রাতে সোনারপুর থানা এলাকার তালপুকুরে বিসর্জন চলাকালীন দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের জেরে গুলি চালানোর অভিযোগ।জানা যাচ্ছে,দেবাশিস কয়াল ও হরেকৃষ্ণ প্রামাণিক নামে দুই ব্যাক্তির মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।আর এরপর হঠাৎই হরেকৃষ্ণ বন্দুক নিয়ে এসে গুলি চালায় বলে অভিযোগ। মোট ২টি গুলি চালানো হয়। গুলি লাগার ফলে আহত হন দেবাশিস।তাঁদের মধ্যে চলা ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে তাজা কার্তুজের খোল পেয়েছে।এবং দেবাশিস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানায়, গন্ডগোলের খবর পাওয়ার পর ফোর্স ঘটনাস্থলে পৌঁছয়।তবে, গুলি চলার কোন প্রমাণ মেলেনি। একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে।
Tags:
Crime