নিউজ ডেস্ক - সোমবার মধ্যরাতে কেরলের কাসারগড়ে বাজি উৎসব চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কমপক্ষে ১৫০ জন। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন একটি বাজির স্ফুলিঙ্গ অগ্নিকাণ্ডের সূচনা ঘটায়। ঘটনাস্থলের কাছেই একটি ঘরের ছাদে রাখা ছিল অনেক বাজি। আর সেখানেই আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়লে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে সব বাজি। পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পান।কিন্তু ওই জায়গায় এত মানুষের ভিড় ছিল যে সেই পরিস্থিতিতেও বেরতে পারেননি অনেকেই।
ওই বাড়ির ছাদের নীচেও অনেকে দাঁড়িয়েছিলেন ।তারা ভিড়ের মাঝে নড়তে পারছিলেন না তাঁরা। আবার চারপাশ ধোঁয়ায় ঢেকে যাওয়ায়, অসুস্থ হয়ে পড়েন অনেকে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় বাসিন্দারা বলছেন, "বাজির উৎসবের আগে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। যেখানে বাজি ফাটানো হচ্ছে, তার এত কাছে কেন অতগুলো বাজি রাখা হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিরাপত্তার বিষয়ে আয়োজকদের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল ।"