নিউজ ডেস্ক - বুধবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপনের আজমতপুর এলাকা থেকে উদ্ধার হল গাছে ঝুলতে থাকা এক কিশোরীর দেহ। পরিবারের অভিযোগ যে , ওই কিশোরীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছেন পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে গ্রামে এক বিয়েবাড়িতে নিমন্ত্রিত ছিল ওই কিশোরী। পরিবারের দাবি করছে যে, সকাল থেকে বিয়ের কাজের জন্য সেই বাড়িতেই ছিল। কিন্তু রাত বারোটার পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গাতেই খোঁজ করেছিলেন কিশোরীর। সকালে থানায় নিখোঁজ ডায়েরি করার আগেই গাছ থেকে ওই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ জানায়, যে গাছে কিশোরীর দেহ উদ্ধার হয়, তার পাশ থেকে মোবাইলও উদ্ধার হয়। পরিবারের দাবি করছেন, তাদের মেয়ে কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না । তাঁকে খুন করে ঝুলিয়ে রাখা হয়ছে ।ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। বিয়েবাড়িতে এমন কী ঘটেছে, তা জানার চেষ্টা তদন্তকারীরা করছেন।