নিউজ ডেস্ক - হাওড়ার জগৎবল্লভপুর নলতা পোল এলাকায় ছিনতাই। জানা যাচ্ছে, পেশায় গয়নার দোকানের মালিক দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ই আচমকা একটি বাইকে করে এসে দুষ্কৃতীরা সোনার দোকানের মালিকের ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।সেই ব্যাগে ছিল ৫০০ গ্রাম সোনার গহনা, নগদ ২ লক্ষ টাকা ও রুপোর জিনিস ।
সূত্রের খবর, গতকাল রাত ৮.৩০ নাগাদ দোকান বন্ধ করে দিলীপ চোঙদার নামে গহনা দোকানের মালিক বাড়ি ফিরছিলেন।আর সেই সময়েমাঝ রাস্তায় পথ দুই আরোহী বাইক তাঁকে থেকে ঠেলে ফেলে দেয়।এবং হাতের ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ইতিমধ্যে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে জগতবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা বলেন, “আমি দোকানের ভিতরে ছিলাম। একটা বাইক এল। সেই সময় দিলীপদা বেরচ্ছিলেন। তখনই ওই ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় ওরা। এর আগে এই এলাকায় এত ছিনতাই হত না। তবে হঠাৎ করে এমন ঘটনায় আমরা খুবই আতঙ্কিত।”