নিউজ ডেস্ক - পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ব্লকের ভূপতিনগরের বাসুদেববেড়িয়া এলাকায় মদ খেয়ে জলে পড়ে গিয়ে ব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে গ্রামবাসীরা ভাঙচুর করল তৃণমূল নেতার সাহায্যে অবৈধভাবে গড়ে উঠেছে মদ ও জুয়ার আসরে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ১৯ তারিখ রাতে ওই স্থানে মুক্তিপদ বারিক নামে এক ব্যক্তি মদ খেতে যায় ।কিন্তু পরে সারারাত নিখোঁজ থাকার পরের দিন সকালে একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়।যা দেখে এলাকার বাসিন্দা ক্ষেপে ওঠেন।
এরপরই বেআইনি মদের ঠেক ও জুয়ার আসরের উপরে ক্ষোভ প্রকাশ করেন। ওই গ্রামেরই বাসিন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অম্বিকেশ মান্না-সহ তার দলবলের নেতৃত্বে এই অবৈধ ব্যবসা চালানোর অভিযোগ তোলেন এলাকাবাসীরা। সোনা বারিক নামে ব্যবসায়ীর দোকান ভাঙতে গেলে অম্বিকেশ বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ায় তারা পিছু সরতে বাধ্য হন। পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এবং গ্রামে এখনও পুলিশ মোতায়েন রয়েছে।