নিউজ ডেস্ক - শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের পিরোজপুরে বিজয়া দশমীর দিন পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই।১২ বছর বয়সি ইশান রায় যখন হঠাৎ জলে তলিয়ে যেতে থাকে তখন ভাইকে বাঁচাতে ১৫ বছর বয়সি তন্ময় রায় জলে ঝাঁপ দেয়। কিন্তু ২ জনেই তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পুকুরে উদ্ধারকাজে নামে স্থানীয় বাসিন্দারা।
কিছুক্ষণ বাদে দুই ভাইকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত বলে ঘোষণা করেন। তাঁরা কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাদিঘিকর বাসিন্দা। তাদের বাবা ও মা পরিযায়ী শ্রমিক হওয়ায় তাঁরা কর্মসূত্রে মুম্বইতে থাকেন।ছোট থেকে তারা দাদুর বাড়ি পিরোজপুরে থাকত।তবে আজ সকালে দুই বন্ধুর সঙ্গে দুই ভাই স্নান করতে যায় বাড়ির পাশে একটি পুকুরে কিন্তু দুই ভাই সাঁতার না জানায় দুজনেই তলিয়ে যায়।
Tags:
WEST BENGAL