নিউজ ডেস্ক - মুর্শিদাবাদের বহরমপুরে এক টোটোচালককে নলি কেটে টোটো ছিনতাই করে পলাতক ওই দুষ্কৃতী।জানা যাচ্ছে, বহরমপুরের মোল্লা গেড়েধার রাইমহল এলাকার বাসিন্দা কেয়াস শেখ মঙ্গলবার টোটো নিয়ে বের হয়েছিলেন।আর এলাকাবাসী সূত্রে খবর, এইদিন রাতে ওই টোটো চালক নতুন বাজার এলাকায় টোটো নিয়ে যাওয়ার সময় এক দুষ্কৃতী তাকে দাঁড় করায়। তারপর গলার নলি কেটে দিয়ে টোটো নিয়ে পালিয়ে যায় সে।ঘটনার পর দ্রুত এলাকাবাসী ওই টোটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে টোটো নিয়ে পালানোর সময় উত্তর পাড়া মোড়ে একটি লরিকে ধাক্কা মারে ওই চালক। এবং সেই সময় অন্য একজন টোটো চালক ছিনতাই করা টোটো দেখে চিনতে পেরে ওই ছিনতাইকারিকে জিজ্ঞাসা করে "টোটো কোথায় পেলে?" তখন লোকজন জমায়েত হতে দেখে সেই ছিনতাইকারি টোটো রেখে পালিয়ে যায়।
মৃতের স্ত্রী বলেন, “আমার স্বামী প্রতিবন্ধী মানুষ। সেই কারণে দিনে গাড়ি চালাতে পারেন না। রাতে গাড়ি চালান। কোনও রকমে সংসার চলে। আমার ছেলে মেয়েকে এখন কীভাবে মানুষ করব? তিন চারটে লোন চলে সেই টাকা কীভাবে দেব? এর বিচার চাই।কালকে রাতে যখন ওর গলা কাটে তখন বন্ধুকে ফোন করে। ওর বন্ধু আমায় ফোন করে। আমার স্বামী তখন বলে আমি মরে যাব… আর বেশিক্ষণ নেই। তারপরই শেষ।”