নিউজ ডেস্ক - রবিবার আহমেদাবাদের নারোল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি বস্ত্র কারখানায় গ্যাস লিক হয়ে মৃত্যু হল দুই জনের। এরসাথে গুরুতর অসুস্থ আরও সাতজন। লিক করা ওই গ্যাস থেকেই একে একে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। দ্রুত অসুস্থ ওই ৯ জন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন দুই শ্রমিকের মৃত্যু হয়। আর বাকি সাত জন শ্রমিক হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে চারজন সঙ্কটজনক অবস্থায় আইসিইউ-তে রয়েছেন
ডেপুটি কমিশনার রবি মোহন সাইনি জানাচ্ছেন, কারখানায় ট্যাঙ্কে স্পেন্ট অ্যাসিড স্থানান্তর করার সময়ই বিষাক্ত গ্য়াস ছড়িয়ে পড়ে কারখানায়। আর ঝাঁঝালো গ্যাস নাকে লাগতেই অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। মূলত এই অ্যাসিড প্রিন্ট ও ডাই করতে ব্যবহার করা হয়।ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Tags
accident