নিউজ ডেস্ক - মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুঠি জলঢাকা চর এলাকায় হাতির হানায় তছনছ হয়ে গেল প্রায় অনেক বিঘার জমি।আর পঞ্চাশটির হাতির একটি দল হানা দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল প্রায় ছটি বাড়ি। স্থানীয় সূত্রের খবর, এইদিন ভোররাতে জলঢাকা নদী পার হয়ে নাথুয়ার জঙ্গল থেকে একটি হাতির পাল জলঢাকা চর এলাকায় ঢুকে গ্রামের ধানক্ষেতে হামলা চালায়। ধানক্ষেত নষ্টর সাথে সাথে এলাকার ছ’টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়।
প্রতি রাতে দীর্ঘক্ষণ ধরে হাতিগুলি ওই এলাকায় তাণ্ডব চালিয়ে ভোরের আলো ফুটলে ফের জলঢাকা নদী পার হয়ে জঙ্গলে ফিরে যায়। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা।স্থানীয় বাসিন্দা বলেন, “কয়েকদিন ধরেই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল হাতি। তবে পুজোর আগে এভাবে সব ভাঙচুর করবে ভাবিনি। ছটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। আমাদের জমির ফসল সব নষ্ট হয়ে গিয়েছে।”
Tags
WEST BENGAL