সোশাল মিডিয়ায় একটি পোস্টে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় লিখেছেন, "আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ৷ একটি এক্স হ্যান্ডেল (টুইটার) অ্যাকাউন্ট ৷ এছাড়া আমার কোনও ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল (টুইটার) অ্যাকাউন্ট নেই ।কিন্তু এর বাইরেও আমার নাম ও ছবি ব্যবহার বিভিন্ন ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্ট, সামাজিক মাধ্যমে অন্য অ্যাকাউন্ট থাকলেও থাকতে পারে । এই সমস্ত অ্যাকাউন্ট যাঁরা পরিচালনা করছেন বা পোস্ট করছেন, সেই প্রসঙ্গে আমার কোনও ভূমিকা নেই । বা কোনও ধরনের পোস্ট সম্পর্কে আমি অবগত নই ।"
যদিও সোশাল মিডিয়ায় বিখ্যাত কারও নাম ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলার বিষয়টি নতুন নয় ৷ কোনো না কোনো সময় সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ, সকলেই সময় এই সমস্যার মুখে পড়ে থাকেন ৷ আর সংশ্লিষ্ট সোশাল মিডিয়া কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে এই ধরনের ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করেন অনেকে ৷ ঠিক সেই রকম কোনও পদক্ষেপ মীনাক্ষী নিয়েছেন কি না, সেই বিষয়টি এখনও স্পষ্টতা নেই ৷