নিউজ ডেস্ক - রবিবার দুপুরে মালদহের রতুয়ার মাগুরা এলাকায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল একই বাড়ির তিন ছেলে। জানা যাচ্ছে, হস্টেলের ছুটিতে বাড়ি এসেছিল তিন ভাই আদিত্য চৌধুরী , বিশ্বজিৎ চৌধুরী ও সত্যজিৎ চৌধুরী।এইদিন তাঁদের বাড়ির পাশের মহানন্দা নদীতে তিন ভাই স্নান করতে নেমে কিছু সময়ের মধ্যে তিনজনেই তলিয়ে যায়। নদীর পাশে উপস্থিত লোকজন প্রথমে দেখতে পেয়ে তাঁদের মধ্যে কয়েকজন তিন কিশোরকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।এরপর প্রশাসনের কাছে খবর গেলে তাঁদের লোকজন উদ্ধার কাজে নামেন।
ওই তিনজনকে উদ্ধার করার পর দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এলাকার লোকজন জানান যে, ওরা সাঁতার জানতো না। সাঁতার জানলে হতো এত বড় বিপদ হতো না।
Tags
WEST BENGAL