নিউজ ডেস্ক - বুধবার সন্ধ্যায় কলকাতার টেরিটি বাজারে লাগল ভয়াবহ আগুন। আগুন লাগার পর প্রথম দমকলের ১০ টি ইঞ্জিনের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনের গতি বৃদ্ধি পাওয়ায় ইঞ্জিন সংখ্যা বাড়িয়ে ১৫ টি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি কাঠের গুদাম থেকেই একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা।আর আগুন নিয়ন্ত্রণ না করা গেলে বড় ক্ষতিআর মুখে পড়তে হত ব্যবসায়ীদের।
কিন্তু কিভাবে আগুন ছড়াল, তা এখনও জানা যায়নি। বড় কোনও ক্ষতি যাতে না হয়, তার জন্য পুরো এলাকার বিদ্যুৎ সেই মুহূর্তেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছান হেস্টিংস ও বড়বাজার থানার পুলিশ, সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
Tags:
accident