নিউজ ডেস্ক - গত শুক্রবার চন্ডিতলা থানার বেগমপুর এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ, প্রয়োজনীয় সামগ্রী। জানা যাচ্ছে, চন্ডিতলা থানার পুলিশ বাহিনী এস আই সৌমিত্র দত্তের নেতৃত্বে এবং এস ডি পি ও চন্ডিতলা ও সি আই চন্ডিতলার তত্ত্বাবধানের মাধ্যমে হানা চালিয়ে উদ্ধার করা হয় এইগুলি। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১.৫ কুইন্টাল অবৈধ বাজি, সোরা ২৫ কেজি, এলুমিনিউম গুঁড়ো ১৫ কেজি এবং কাঠকয়লা গুঁড়ো ১০ কেজি। সব কিছু মিলিয়ে মোট ২ কুইন্টাল বাজি ও বাজি তৈরির উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করার পর আজ নির্দিষ্ট আইনগত পদ্ধতি অনুসরণ করে এই দ্রব্যসামগ্রী গুলো বিনষ্ট করা হবে।এবং চন্ডিতলা থানার এই অভিযান আগামীদিনেও চলবে শব্দবাজি তথা অবৈধ বাজির বিরুদ্ধে ।
Tags
hooghly