Chanditala : বেগমপুরে হানা দিয়ে অবৈধ বাজি বাজেয়াপ্ত করল চণ্ডীতলা পুলিশ

 

নিউজ ডেস্ক - গতকাল অর্থাৎ সোমবার চণ্ডীতলা থানার পুলিশ ফের উদ্ধার করল অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ।আর এইবারে বেগমপুর ও ছোট তাজপুর এলাকা থেকে চন্ডিতলা থানার পুলিশ বাহিনী এস ডি পি ও চন্ডিতলার নেতৃত্বে এবং সি আই চন্ডিতলা ও চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ, প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করে।

আর এইবারে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ১২৫ কেজি অবৈধ বাজি, সোরা ৬০ কেজি, এলুমিনিউম গুঁড়ো ৬৫ কেজি, কাঠকয়লা গুঁড়ো ৫ কেজি এবং বারুদ ১৫ কেজি। সবকিছু মিলিয়ে মোট ২.৭০ কুইন্টাল বাজি ও বাজি তৈরির উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

আর এইদিকে , আজ মঙ্গলবার নির্দিষ্ট আইনগত পদ্ধতি অনুসরণ করে এই দ্রব্যসামগ্রী গুলো নষ্ট করা হবে। এবং শব্দবাজি তথা অবৈধ বাজির বিরুদ্ধে চন্ডিতলা থানার এই অভিযান আগামীদিনেও চলতে থাকবে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন