নিউজ ডেস্ক - শুক্রবার ভোরে হুগলির চন্ডীতলার বেগমপুরে একসঙ্গে দুটি সোনার দোকানের সাটার কেটে ডাকাতি। সিসিটিভি ফুটেজ সামনে আসার পর চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা যাচ্ছে,দুষ্কৃতীরা কোটি টাকার সোনা ও রুপোর গয়না লুট করে পালিয়ে গেছে । স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, গতকাল ভোর চারটের সময়ে বেগমপুরের পদ্মশ্রী সুপার মার্কেটে দু’টি সোনার দোকানে ডাকাতেরা হানা দিয়ে দু’টি দোকানেরই সাটার কেটে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না লুঠ করে। ওই দোকান দুটির দোকানদারেরা জানাচ্ছেন দুষ্কৃতীরা যে পরিমাণ অলঙ্কার লুঠ করেছে তার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি।
তবে, যে সময় এ ঘটনা ঘটে সেই সময়ে শেখ রাজু ও কাশীনাথ সামন্ত নামে দুই স্বর্ণ ব্যবসায়ী বুঝতে পারেন না । তারা জানাচ্ছেন যে তাঁরা দুজনে সকালে দোকানে এসে দেখেন যে দুই দোকানেরই সাটার কাটা। আর দোকানের ভিতরে ঢুকতেই দেখা যায় সর্বস্ব লুঠ করে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখার পর আসল ঘটনা ধরা পড়ে। তাঁরা সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে জমা দিয়েছেন। এই ঘটনা তদন্ত শুরু করেছে চন্ডীতলা থানার পুলিশ। পুলিশ এলাকায় জিজ্ঞাসাবাদ করছে।