Chanditala: জনাইয়ের রাজবাড়ীতে মহাষষ্ঠীর দিন উদ্বোধন হবে শিল্পকলা হাট, পসরা নিয়ে বসবেন মহিলারা

জনাইয়ের রাজবাড়ীতে মহাষষ্ঠীর দিন উদ্বোধন হবে শিল্পকলা হাট, পসরা নিয়ে বসবেন মহিলারা

নিউজ ডেস্ক - আড়াইশো বছরেরও বেশি সময় ধরে জনাইয়ে কালিপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজবাড়িতে অর্থাৎ ' জনাই রাজবাড়ি ' তে দুর্গাপুজো হয়ে আসছে। আর এই বারে সেই দুর্গা পুজোর আঙ্গিকে যুক্ত হল শিল্পকলার হাট। এই হাটে পসার নিয়ে বসবেন মূলত মহিলারা। আজ, মহাষষ্ঠীর দিন হাটের উদ্বোধন করবেন গৃহকর্ত্রী মহুয়া মুখোপাধ্যায়। আজ থেকে এই হাট বসবে দশমী পর্যন্ত। 

এর সাথে থাকছে হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের শিবির।বিনামূল্যে পাওয়া যাবে আইনি পরামর্শ। 

তবে প্রশ্ন, হাট এবং আইনি সচেতনতা শিবির কেন হচ্ছে? কুমার সোহন মুখোপাধ্যায় তার জবাবে বলেন, "আমাদের পরিবার চিরকাল শিক্ষা এবং সংস্কৃতির গুণগ্রাহী। মানুষের উপকারের দৃষ্টান্ত রয়েছে। হাটে স্থানীয় জিনিস নিয়ে মূলত মহিলারাই বসবেন। আমরা তাঁদের থেকে কোনও শুল্ক নেব না। এই হাট মহিলাদের স্বশক্তিকরণে সহায়ক হবে।জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বিভিন্ন উৎসবে আইনি পরামর্শ শিবির করেই থাকে। আমাদের বাড়িতে পুজো দেখতে ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ আসেন। আইনি যে কোনও জিজ্ঞাস্য থাকলে তাঁরা নির্দ্বিধায় জেনে নিতে পারবেন, উপকৃত হবেন।"



একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন