CRICKET : নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে সহ অধিনায়ক নির্বাচন করা হল জসপ্রীত বুমরাকে

নিউজ ডেস্ক - শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করে দিল বোর্ডের দল নির্বাচন কমিটি ।এর সাথে অফিসিয়ালি ভাইস ক্যাপ্টেনও ঘোষণা করা হল।ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরেও শুভমনের নেতৃত্বে তরুণ টিম পাঠিয়েছিল। সেই সময়ও ভাইস ক্যাপ্টেন ছিল। গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ শ্রীলঙ্কা সফরেও টি-টোয়েন্টি, ওডিআই সিরিজে ভাইস ক্যাপ্টেন রাখা হয়। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি-টোয়েন্টি, দুই সিরিজেই অফিসিয়ালি কোনও ভাইস ক্যাপ্টেন ছিল না।আর কানপুর টেস্টের পর গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার মন্তব্য করেন যে, ভারতের টিমে আইপিএলের অনেক ক্যাপ্টেন রয়েছে।তাই প্রয়োজনে যে কেউ দায়িত্ব পালন করতে পারবে।ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরকারিভাবে জসপ্রীত বুমরাকে সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

এর আগে ইংল্যান্ড সফরে এক টেস্টে এবং আয়ারল্যান্ডে টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন বুমরা। এই সিরিজে সহ-অধিনায়ক রাখার অন্য কারণও হতে পারে।তবে অস্ট্রেলিয়া সফরে প্রথম অথবা দ্বিতীয় টেস্টে রোহিত শর্মাকে নাও থাকতে পারেন। আর রোহিতকে ঠিক কোন সময় পাওয়া যাবে না, তা এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। স্কোয়াডে অবশ্য কোনও পরিবর্তন না করে বাংলাদেশ সিরিজের স্কোয়াডই রাখা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে সিরিজ শুরু হবে। ম্যাচগুলি হবে বেঙ্গালুরু, পুনে, মুম্বইতে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড হল রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন