CYCLONE DANA : ধেয়ে আসছে ' দানা ' , নিষেধাজ্ঞা জারি মৎস্যজীবীদের জন্য

 

নিউজ ডেস্ক - দুর্গা পুজোর  সময় বৃষ্টি না হলেও কালীপুজোর আগেই আবহাওয়ার বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা' এর কারণে  ইতিমধ্যেই ওড়িশা ও বাংলার উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ওড়িশা-বাংলার কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়টি । আর বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উপকূলে। তবে ঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট  জানা যাচ্ছে না ।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হতে পারে ঝড়। তাই সমুদ্র হলে উত্তাল হওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

'দানা’ ঘূর্ণিঝড়ের আতঙ্কে বেশি করে ছড়িয়ে পড়েছে সুন্দরবনের উপকূল এলাকা। আজ, সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের মধ্যে । আর সাথে মৎস্য দফতরের পক্ষ থেকে সোমবার সন্ধ্যার মধ্যে সব মৎস্যজীবীদের ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। ঝড়ের সঙ্গে একটানা তিন দিন ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে।  বাড়তে পারে সমুদ্র ও নদীর জলস্তর। তাই সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনও ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। 

সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূলবর্তী সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, পাথরপ্রতিমা ও রায়দিঘি এলাকায় মাইক নিয়ে প্রচার করা হচ্ছে। আর কাকদ্বীপ মহকুমার সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও নামখানা ব্লকে সাইক্লোন সেন্টার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাঁধের কাছে বসবাসকারী মানুষদের ধীরে ধীরে বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে উচুঁ এলাকা বা সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার কথা জানানো হয়েছে। কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে ২৪ ঘন্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন