নিউজ ডেস্ক - বঙ্গোপসাগরে আজ অর্থাৎ বুধবার সকালেই জন্ম নিয়েছে দানা। যার জেরে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেও মৌসম ভবনের তরফ থেকে জানানো হল একটুর স্বস্তির খবর ।শেষ পাওয়া খবর অনুযায়ী জন যাচ্ছে, ওড়িশার দিক থেকে ৪৯০ কিলোমিটার দূরে আছে সাইক্লোন ' দানা '। অন্যদিকে ধমরা থেকে প্রায় ৫২০ কিমি দূরে আর সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে এই ঘূর্ণিঝড়টি আমফানের মতো শক্তিশালী নয়। ২০২০ সালে হয় আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ফলে আমফানের সময় ভয়াবহ অবস্থা হবে না ।
ঘূর্ণিঝড় যখন বাংলায় প্রবেশ করবে তখন হাওড়া-হুগলিতে বাতাসের গতিবেগ ৭০ থেকে ৭৫ কিলোমিটার থাকতে পারে। এরমধ্যে পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি। মৌসম ভবন সূত্রে খবর অনুযায়ী, আজ মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে ঝড়ের গতিবেগ আরও বাড়বে। ফলে পুরী, সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা, ধামরা পোর্ট এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলা, হাওড়া,হুগলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।