CYCLONE DANA : দানার ল্যান্ডফলের সময়ে নবান্নে থাকবেন বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক -  আগেরবারের আমফানের সময়েও নবান্নে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ঘূর্ণিঝড় 'দানা'-র সময়েও বৃহস্পতিবার দানা-র ল্যান্ডফলের যখন সম্ভাবনা রয়েছে, তখন নবান্নেই থাকবেন তিনি এমনটাই জানা যাচ্ছে।  সেই সঙ্গে নবান্নে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সে কথাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই সব নম্বর প্রকাশ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী ‘দানা’ আছড়ে পড়ার আগে প্রস্তুতি সম্পর্কে জানালেন যে নীচু এলাকা থেকে ৩ লক্ষ ৫৬ হাজার ৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে। সম্মতি দিয়ে সরেছেন ১ লক্ষ ৫৯ হাজার ৩৩৭ জন। ৮৫১ টা ক্যাম্প চালানো হচ্ছে। ৮৩ হাজার ৫৪৭ জন রিলিফ ক্যাম্পে আছেন।

মুখ্যমন্ত্রীর বলেন, "অনেকে বলছেন ধামরার দিকে যাবে। এদিকে কিছু হবে না। কিন্তু এটা ঠিক নয়।সব থেকে দামী হচ্ছে মানুষের জীবন। এটা জীবন বাঁচানোর লড়াই। আমি রাতে আজ নবান্নে থাকব। উদ্ধারকারী দল কাজ করবে। আমি সবটা মনিটারিং করব।” 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন