নিউজ ডেস্ক - আজ রাতেই ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে।যার প্রভাবে ইতিমধ্যেই ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ধামরায়। সকাল থেকেই পরিস্থিতি খারাপ হচ্ছে সেখানে। আর আজ রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে ল্যান্ডফল হওয়ার রয়েছে সম্ভাবনা।
জানা যাচ্ছে , বাংলা-ওড়িশা উপকূলের উপর দিয়েই যাবে এই ঘূর্ণিঝড়। ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝামাঝি কোনো স্থানে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে।তবে ঘূর্ণিঝড় আসার আগেই, বুধবার থেকে ধামরায় বৃষ্টি শুরু হয়েছে । আজ সকাল থেকেই বৃষ্টির দাপট সঙ্গে ঝোড়ো হাওয়া বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আসতে আস্তে খারাপ হবে।
আর ইতিমধ্যেই খালি করা হয়েছে নীচু জায়গা। স্থানীয় বাসিন্দাদের ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মজুত রাখা হয়েছে প্রয়োজনীয় সমস্ত জিনিস। ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নিয়ে তৈরি ওড়িশা সরকার। ২৪ ঘণ্টা কাজ করছেন শীর্ষ আধিকারিকরা।সাথে প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফের দল।