নিউজ ডেস্ক - গতকাল রাতেই স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় দানা। মৌসম ভবনার তরফ থেকে জানানো হয়েছে, গতকাল রাত ১২টা ১০ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়েছিল যার প্রক্রিয়া শুক্রবার সকাল পর্যন্ত চলেছে। আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ মৌসম ভবন জানায়, দানা’-র লেজের অংশ এখন স্থলভাগে প্রবেশ করছে। ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও কিছু সময় লাগবে।এইদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় বিভিন্ন স্থানে রাত থেকে তীব্র ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে।
মৌসম ভনের অনুমান করছে যে, শুক্রবার দুপুরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় দানা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে।আর এটি আসতে আস্তে দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ছত্তীসগঢ় ও মধ্য প্রদেশের অভিমুখী এগোবে।