নিউজ ডেস্ক - ঘূর্ণিঝড় ' দানা ' ওড়িশায় আছড়ে পড়ার জেরে পূর্ব মেদিনীপুরে প্রবল প্রভাব না পড়লেও গতকাল মধ্যরাতে জলোচ্ছ্বাসও বেড়ে যায় দিঘায়। যার জন্য শুক্রবার সকালে সমুদ্র সৈকতে পর্যটকদের যেতে দিচ্ছে না প্রশাসন।বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশার ভিতরকণিকা, বালেস্বর, ভদ্রক সহ সামগ্রিক এলাকা জুড়ে চলেছে ল্যান্ডফল। ফলে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত উপকূলে বইছে ঝড়ো হাওয়া এবং সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টিও। জানা যাচ্ছে গতকাল রাত আড়াইটায় অর্থাৎ ল্যান্ডফল শুরু হওয়ার কিছু ঘণ্টা পর সমুদ্র ফুলে ফেঁপে ওঠে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিলেও
সকাল থেকে আর দেখা নেই। দিঘার আবহাওয়া মাঝে মাঝে বদলে কখনও আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার কখনও কালো মেঘ দেখা দিচ্ছে। আর এমন খামখেয়ালি আবহাওয়াআর কারণে সমুদ্রের কাছে যাওয়া নিরাপদ নয় বলেই মনে করছে পুলিশ প্রশাসন। ফলে সমুদ্রে যাওয়া নিয়ে জারি নিষেধাজ্ঞা।