নিউজ ডেস্ক : রাজ্যে একদিকে চলছে উৎসবের আমেজ। আর একদিকে চলছে অভয়ার বিচার চেয়ে বিদ্রোহ, অনশন। তারই মাঝে তৃণমূলের প্রাক্তন সংসদ অপরূপা পোদ্দার নিজের বাড়িতে লক্ষ্মীপুজো করতে গিয়ে তুলে ধরলেন এক বার্তা। লক্ষী পুজোয়ে দেখা গেলো অভয়া ও ডাক্তারদের নিয়ে পোস্টার। সেই পোস্টারে লেখা। "আমরা গ্রামবাসী অভয়ার বিচারের সাথে সাথে, মা লক্ষ্মীর কাছে কামনা করি চিকিৎসকদের সুবুদ্ধি দিক। আমরা চিকিৎসক ভগবানের আরেক রূপ মনে করি তাই চিকিৎসকদের দায়িত্ব এবং কর্তব্য চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক করে রোগীদের পাশে দাঁড়ানো।"
আর একটি পোস্টারে দেখা যায় লেখা রয়েছে, "খানাকুল, গোঘাট, ঘাটাল, আরামবাগের বন্যা দুর্গত অঞ্চলের মানুষ। বন্যার পরবর্তী সময় বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব হয়, যার ফলস্বরূপ জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে গ্রামের মানুষেরা। চিকিৎসকরা কাজে ফিরুন"
Tags:
politics