নিউজ ডেস্ক - ডোমজুড়ের শলপ পূর্ব পাড়ার বাসিন্দা দীপায়ন পাল যিনি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার , তিনি গত এক মাস ধরে নিখোঁজ রয়েছেন । জানা যাচ্ছে , তিনি রাষ্ট্রায়ত্ত্ব মেদিনীপুরের ব্যাঙ্কের তমলুক স্টেশন বাজার শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি সেখানে ঘর ভাড়া করে থাকতেন। গত ২০ সেপ্টেম্বর তিনি বাইকে করে অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। শেষবারে মতো তাঁকে বাইক নিয়ে ওই ব্যাঙ্কেরই নিমতৌরা শাখায় যেতে দেখা যায়। আর তারপর থেকে তাঁর এবং তাঁর বাইকটিরও কোনও খোঁজ পাওয়া যায়নি।
এরপর পরিবারের দাবি, ফোনে তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল সুইচ অফ রয়েছে। তাঁর স্ত্রী মৌমিতা ঘোষ পাল খবর পাওয়ার পর তমলুকে যান এবং সেখানে তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করেন।তবে, পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।
তবে , দীপায়নের বাবা এবং মা জানাচ্ছেন তাদের বড় ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। আর তারা নাতির জন্মদিন উপলক্ষে তাঁরা দুজনে আমেরিকায় গিয়েছিলেন। সেখানেই তাঁরা খবর পান যে তাদের ছোট ছেলে দীপায়ন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। কিন্তু কী কারণে তিনি নিখোঁজ হয়ে গেলেন, সেই সম্পর্কে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।
আরও জন্য যাচ্ছে , আট মাস আগে দীপায়নের বিয়ে হয়েছিল। স্ত্রীর সঙ্গে তার মাঝে মধ্যে অশান্তি লেগে থাকত।যার জেরে দীপায়ন অবসাদে ভুগতেন। আর সেই কথা সে তার বাবা-মাকে মাঝে মাঝে বলে তার মা তাঁকে এ ব্যাপারে কাউন্সিলিংয়েরও পরামর্শ দেন।