নিউজ ডেস্ক - বৃহস্পতিবার সকাল ৭.১০ নাগাদ হুগলীর চন্দননগর মহকুমা হাসপাতালের অপারেশান থিয়েটারে লাগে আগুন। তবে, দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আর কেউ হতাহত হয়নি। জানা যাচ্ছে, এইদিন এই হাসপাতালের দোতলায় মেইন ওটি থেকে রোগীর পরিজন সে সময় যাঁরা ছিলেন, তাঁরা আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। আর ওটির পাশেই শিশু বিভাগ থাকায় আতঙ্ক তৈরি হয়। আগুন দেখার পর তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আর দমকল আধিকারিকরা জানাচ্ছেন, হাসপাতালের দোতলায় ওটি রুমে এসির ইলেকট্রিক কেবলে আগুন লাগে। তবে, আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়ার পরিমান খুব বেশি ছিল। যে কারণে প্রচুর চাঞ্চল্য ছড়ায়। আর কয়েক মিনিটের মধ্যেই ভিতরে ঢুকে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
Tags
hooghly