নিউজ ডেস্ক - মাঝরাতে নয়ডার সেক্টর ৭৪-র নামী-দামি ব্যাঙ্কোয়েট হল লোটাস গ্রান্ডেওর-এ লাগল ভয়াবহ আগুন । অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ইলেকট্রিশিয়ানের। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন উপস্থিত হয়েছে। ওই অনুষ্ঠানবাড়িতে আগুন লাগার খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও দমকল বাহিনী। ওই ব্যাঙ্কোয়েটের আয়তন অনেক বড় হওয়ায় এবং বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায়, আগুন খুব সহজে ছড়িয়ে পড়ে।বুধবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
জানা যাচ্ছে, ওই ব্যাঙ্কোয়েট হলে সারাইয়ের কাজ হওয়ায় ভিতরে বেশ কয়েকজন কাজ করছিলেন। তাদের মধ্যেই একজনের মৃত্যু হয়।নয়ডার ডিসিপি রাম বদন সিং বলেন," রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দমকল পৌঁছয়। আগুন নেভানোর কাজ চলছে।" কিন্তু কী কারণে এই ভয়াবহ আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়