নিউজ ডেস্ক - দীপাবলির আগের ১৭ ক্যানেল সাউথ রোডে কাঁচা চামড়ার গোডাউনে লাগল ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতেআগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় দমকলের আরও দু’টি ইঞ্জিনকে পৌঁছতে হয় ঘটনাস্থলে।
জানা যাচ্ছে, এইদিন রাত ১২.৩০ নাগাদ গোডাউন থেকে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরতে দেখে দ্রুত পুলিশ এবং দমকলে খবর দেয়। এলাকাবাসীর দাবি যে, গোডাউনের ভিতর একজন আটকে ছিল , তাকে সঠিক সময় নিরাপদ জায়গায় বের করে আনেন স্থানীয় মানুষ। তারা জানাচ্ছেন, চামড়ায় রং করার কাজ হত ওই গোডাউনে। ফলে, ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল, যার জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা যখন এ দিকে ছিলাম তখন সাড়ে এগারোটা বাজে। এরপর বাড়ি চলে যাই। হঠাৎ শুনছি আগুন লেগে গিয়েছে। এরপর ফোন করলাম দমকলকে। দশ মিনিট পর ওরা আসে। মনে হচ্ছে দাহ্য বস্তু থেকে আগুন লেগেছে। যা ছিল সব পুড়ে গিয়েছে।”