নিউজ ডেস্ক - আজ ধনতেরাসের শুভদিনে সোনা ক্রয় করার প্রচলন রয়েছে। আর সেই ধনতেরাসের আগেই সোনার দাম কমেছে। গতকাল সোনা ও রুপোর দাম রবিবারের তুলনায় সোমবার প্রতি ১০ গ্রামে ১০০ টাকা করে দাম কমেছিল। আর আজ প্রতি ১০ গ্রামে ৪৯০ টাকা কমে গেল সোনার দাম।আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামের দাম কমে ৭৯৯৬.০৩ টাকা হয়েছে। ২২ ক্যারেট প্রতি গ্রামের দাম ৭৩৩১.০৩ টাকা।
আজ কলকাতায় সোনার দাম কমে , প্রতি ১০ গ্রামে ৭৯,৮১৫ টাকা হয়েছে। সোনার সাথে সাথে রুপোর দাম আজ কলকাতায় প্রতি কিলোগ্রামে ১০০ টাকা করে হ্রাস পেয়েছে। গতকাল রুপোর দাম ছিল প্রতি কেজিতে ১,০১,৯০০ টাকা, আজ সেই দাম কমে হয়েছে ১,০১,৮০০ টাকা।
Tags
India