নিউজ ডেস্ক : বাঙালি খাদ্য রসিকদের কাছে এক খাদ্যের নতুন সম্ভার নিয়ে চলে এলো এইচএফসি (HFC)। সারা রাজ্যজুড়ে প্রায় ৬৫টিরও বেশি আউটলেট তারা ইতিমধ্যেই আরম্ভ করতে সক্ষম হয়েছে। তার সাথে সাথে এবার তারা উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর হাটখোলাতে এক বিশাল আউটলেট শুভ আরম্ভ করল।
এদিন ফিতে কেটে এই আউটলেটের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট অভিনেতা পার্থ সারথি । প্রথম দিনে ভিড় ও চোখে পড়ার মতো ছিল। অনেকে তাঁদের পরিবারের সাথে এসেছিলেন ও বিভিন্ন রকমারি খাওয়ার উপভোগ করেছেন। শুধু তাই নয়, এখানে পরিবেশবান্ধব বাতানুকূল কক্ষে আপনারা বসে খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন। গুনে উৎকৃষ্ট ও দাম সাধ্যের মধ্যেই বলে জানান এই আউটলেটের কর্ণধার।
Tags
WEST BENGAL