HFC: পূর্ব মেদনীপুরের নন্দীগ্রামে প্রথমবার উদ্বোধন হল এইচএফসি (HFC)




নিউজ ডেস্ক - খাদ্য রসিক বাঙালি পছন্দের খাবারের সম্ভার নিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এই সর্বপ্রথম উদ্বোধন হলো এইচএফসির নতুন আওটলেট। উদ্বোধনের অংশগ্রহণ করেন নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা অধিকর্তা বিভাস রয় মহাশয় । নন্দীগ্রাম বাইপাসের সম্মুখে, আজ এই আউটলেটে এলাকার মানুষের উপস্থিতি নজর কাড়ার মত ছিল। ৮ থেকে ৮০ খাদ্য রসিক মানুষের জনজোয়ার লক্ষ্য করা যায়।


 রকমারি খাবারের পাশাপাশি বিশেষ ছাড় ও হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে বলে জানান তারা। এইচএফসির নতুন আউটলেট নন্দীগ্রামে হোয়াই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে উৎসাহ দেখিয়েছেন কর্তৃপক্ষ। শীততাপ নিয়ন্ত্রিত, সেলফি জোন, অপূর্ব সুন্দর ডেকোরেশন ,খাদ্য পরিবেশনায় সুস্বাস্থ্যের গুরুত্বে মন কেড়েছে নতুন ক্রেতা বন্ধুদের। আজ শুভ উদ্বোধনের দিনে কেনাকাটার উপরে ছিল বিশেষ আকর্ষণীয় ছাড় এবং উপহার তাই জামা পোশাক কেনার পাশাপাশি খাদ্য পিপাসু মানুষরা আনন্দে আত্মহারা।।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন