HFC Bhojerhat : পুজোর মরশুমে পেট পুজোর নতুন ঠিকানা নিয়ে ভোজেরহাটে উদ্বোধন হয়ে গেল HFC, মিলছে দারুন অফার



নিউজ ডেস্ক : ভোজনবিলাসীদের জন্য আরও একটি আনন্দ সংবাদ!  সন্ধ্যার পাতে গরম, মুচমুচে, সুস্বাদু খাবার খুঁজছেন? কিংবা খাবারের বিচিত্র স্বাদ কি আপনাকে উৎফুল্ল করে? অর্থাৎ বিভিন্ন ধরণের খাবার টেস্ট করার একটা অদম্য ইচ্ছা মনের মধ্যে ঘোরাঘুরি করছে? সেই খাদ্য রসিকদের জিভের স্বাদ কোরক গুলোকে আবার জাগিয়ে তুলতে পুজোর প্রাক মুহূর্তেই ভোজেরহাটবাসীকে ফ্ল্যাট চিকেনের এক সম্ভার তুলে দিল এইচএফসি । 



এদিন সন্ধ্যায় ভোজেরহাট এর বুকে এইচ এফ সির নতুন আউটলেট উদ্বোধন হলো। ফিতে কেটে এই নতুন শোরুমের উদ্বোধন করা হয়। সারা বাংলা জুড়ে ৬৫রও বেশি আউটলেট ইতিমধ্যেই শুভ আরম্ভ হয়েছে।



পুজো উপলক্ষে এই রেস্টুরেন্টের বিভিন্ন কম্বো প্যাক থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন স্বাদের আইটেমও তারা লঞ্চ করেছে।তার সাথে রয়েছে আকর্ষণীয় অফার।তাহলে আর দেরি কিসের পুজো থেকে শুরু করে বিভিন্ন সময় হট এন্ড স্পাইসি খাবারের আনন্দ উপভোগ করতে হলে আসতেই হবে এইচএফসিতে।



Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন