HFC : পাঁচলার মানিকপীরতলায় উদ্বোধন হয়ে গেলো HFC এর নতুন আউটলেট

 

নিউজ ডেস্ক : পাঁচলা বিধানসভার মানিকপীরতলা এলাকার মানুষের কথা ভেবেই এইচএফ সি নতুন আউটলেট উদ্বোধন হয়ে গেল আজ। উদ্বোধনের দিনই উপচে পড়া ভিড় গ্রাহকদের তাতে খুশি কর্তৃপক্ষ। তিনি জানান, এলাকার মানুষের কথা ভেবে এই মানিক পীরতলা এলাকায় এইচএসসি আউটলেট ওপেনিং করা হয়েছে।

 তিনি আরো জানান, আজকাল মানুষ HFC সমস্ত আইটেম পছন্দ করে ও খেতে ভালোবাসে, তবে তার জন্য তাঁদের এলাকার বাইরে যেতে হয়। তাই তাদের কথা ভেবেই এই আউটলেট ওপেনিং হলো। কর্তৃপক্ষের কথায়, " সবচেয়ে ভালো লাগছে যেটা আজ প্রথম দিনে কাস্টমারের ভিড় দেখে আমি খুবই খুশি। আমি মনে করি এই এইচএফ সি এই আউটলেটে মানুষ যেকোনো আইটেম খেয়ে তৃপ্তি পাবে।" এছাড়াও প্রথমদিন ছিল দারুন অফার। প্রত্যেক খাবারের আইটেমের উপর ১০% ছাড়। তাই দেরি না করে চলে আসুন HFC র এই নতুন আউটলেট।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন