নিউজ ডেস্ক : এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে এবার হরিপালে উদ্বোধন হয়ে গেল এইচ এফ সির নতুন আউটলেট। ১৮ নম্বর রোডের ধারে hp গ্যাস অফিসের সন্নিকটে অবস্থিত এই আউটলেট। রবিবার এনাদের শুভ উদ্বোধন হলো। ও প্রথমদিনে ভিড় ছিল চোখে পড়ার মতো। বাচ্চা থেকে শুরু করে যুবক যুবতিদের ভিড় ছিল বেশি। শুধু তাই নয়, অনেকে সপরিবারে এসে এই এইচএফসি র নতুন আউটলেটের খাওয়ার উপভোগ করেন।
কর্তৃপক্ষ জানান, হরিপালের মতো এলাকায় এরাম আউটলেট খোলার ফলে সুবিধা হয়েছে অনেক মানুষের। যেহেতু দাম সাধ্যের মধ্যে তাই গরীব থেকে মধ্যবিত্ত সবাই ফ্রাইড আইটেমগুলি উপভোগ করতে পারে। শুধু তাই নয়, চিকেন থেকে শুরু করে ফিশ ফ্রাই, মটন বার্গারও রয়েছে মেনুতে। কর্তৃপক্ষ আরো জানান যে প্রথম দিন উদ্বোধনের জন্য ছিল বিশেষ অফার। একে রবিবার তার উপর পুজোর বাজার থাকায় প্রথমদিন ভালোই ভিড় লক্ষ্য করা গিয়েছিলো। তবে তাঁরা আশাবাদী যে ভবিষ্যতে মানুষের ভালোবাসা এরাম ভাবেই বজায় থাকবে।