নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO) অনুযায়ী ভারতে প্রতি বছর ১৮০০০-২০০০০ মানুষ জলাতঙ্ক রোগে মারা যান । মূলত জলাতঙ্ক ( Rabies) রোগ আক্রান্ত কুকুরের কামড় থেকেই মানুষ এই রোগে আক্রান্ত হয় । এটি ভাইরাস ঘটিত একটি প্রাণঘাতী রোগ । প্রতি বছর ২৮ শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় সারা বিশ্ব জুড়ে ।
এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটির কথা মাথায় রেখে প্রাণি সম্পদ বিকাশ বিভাগ, হরিপাল ব্লকের উদ্যোগে এবং 'অ্যানিম্যাল লাভার সিঙ্গুর' এবং 'এসো বন্ধু হই' স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় হরিপাল ব্লকে "বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হল । এই উপলক্ষে হরিপালের পথ সারমেয়দের অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন এর ব্যবস্থা করা হয় ২৮ শে সেপ্টেম্বর (বিশ্ব জলাতঙ্ক দিবস )। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড: তপন কুমার সুর (ভি.ও হরিপাল), ডক্টর চিন্ময় ভট্টাচার্য (বি.এল.ডি.ও, হরিপাল), ডক্টর এস সরেন (ভি.ও, এম.ভি.ইউ) এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হরিপালের অন্যান্য কর্মীবৃন্দ।
এছাড়াও অ্যানিম্যাল লাভার সিঙ্গুর সংগঠনের তরফ থেকে উপস্থিত ছিলেন পশুপ্রেমী স্বর্ণেন্দু খাঁ, রনিত চক্রবর্তী, অভিষেক ঘোষ, এবং মিন্টু দাস। হরিপাল স্টেশন সংলগ্ন, হরিপাল থানার আশেপাশে সকল পথ সারমেয়দের ভ্যাকসিনেশন করা হয়। এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানায়। অ্যানিম্যাল লাভার সিঙ্গুর পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে স্বর্ণেন্দু খাঁ জানান, আমরা এই ধরনের উদ্যোগের সাধুবাদ জানাই। এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে হলে আগামী দিনে আমরা জলাতঙ্ক মুক্ত সমাজ গড়ে তুলতে পারব ।