নিউজ ডেস্ক - কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডে চক্রশ্রী এলাকার একটি বাড়িতে দশমীর রাতে লুঠ গেল সোনার গয়না-সহ টাকা পয়সা। জানা যাচ্ছে, গৃহস্থ বিমান মজুমদারের বাড়িতে জানালার গ্রিল ভেঙে ঢুকে আলমারির লকার ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা চুরি করে নিয়ে গেল চোর। পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে দুজন যুবক গৃহস্থের বাড়িতে প্রবেশ করার ছবি ধরা পরে ছেড়ে।গৃহস্থ বিমান মজুমদার ও স্থানীয় বাসিন্দা অপু ঘোষ বলেন, “ইদানিং কোন্নগর অঞ্চলে চুরি ছিনতাই বেড়েছে। বাড়ি ফাঁকা রাখা যায় না। সামাজিক কাজ বেরে গিয়েছে। পুলিশ নির্বিকার।”
তবে পুজোর আগে চন্দননগর পুলিশের পক্ষ থেকে পিঙ্ক মোবাইল, গ্রিন উইনার্স টিম চালু করা হয়েছিল এলাকার নিরাপত্তা ও নজরদারিতে। এরপর ও কেন চুরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন করছে বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Tags
hooghly