Hooghly: জেলা জুড়ে পুজোয় মাতলেন ৮ থেকে আশি, শুভেচ্ছা জানালেন জনপ্রতিনিধিরা

 সেখ আব্দুল আজিম, হুগলি:  হুগলি জেলার গ্রামগঞ্জগুলিতে প্যান্ডেল প্যান্ডেলে কচিকাঁচা থেকে বড়  কাতারে কাতারে সাধারন মানুষ উপভোগ করলেন সর্বজনীন দুর্গাপূজা উৎসব।


 আবহাওয়া দফতরের পূর্বাভাস উপেক্ষা করে নিত্যদিন নতুন পোশাক পরে লাখো লাখো সাধারণ মানুষ চেটেপুটে উপভোগ করলেন সর্বজনীন দূর্গা পূজা উৎসব। ডানকুনি চন্ডীতলা ১ নম্বর ব্লক ২ নম্বর ব্লকের গ্রামের পূজা গুলিও কোন অংশে কম যায়নি শহরতলী থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদান দেওয়া ৮৫ হাজার টাকা পেয়ে ভীষণ আপ্লুত সকলেই।

 অপরদিকে যে সমস্ত পূজা কমিটি অনুদান পাননি চাপা ক্ষোভ রয়েছে তাদের মধ্যে। উল্লেখ্য নবাবপুর গ্রাম পঞ্চায়হুগলি জেলার চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পালপাড়া দুর্গা পূজা উপলক্ষে অনুদান পাননি। জানালেন প্রবীণ এবং নবীন প্রজন্ম। পাশাপাশি তারা নবাবপুর গ্রাম পঞ্চায়েত চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতি হুগলি জেলা পরিষদের কাছে অনুরোধ করেছেন আগামীতে তারা যদি এই অনুদান পান ভীষণ উপকৃত হবেন। পালপাড়ার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অনুরোধ করেছেন আগামীতে তারা অনুদান পেলে বড় করে প্যান্ডেল আলোকসজ্জা করবেন। পালপাড়ার সিংহভাগ সাধারণ মানুষ কৃষক এছাড়াও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

 বলাবাহুল্য সর্বজনীন দুর্গাপূজা ভালো ভাবেই সমাপ্তি হলো। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চন্ডীতলার বিধায়ক সাথী খন্দকার এছাড়া ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম এবং ভাইস চেয়ারম্যান প্রকাশ লাহা ছাড়াও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক আপামর জনতাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খা মহাশয় এছাড়া কর্মদক্ষ শেখ মোসরাফ আলী ছাড়াও 1 নম্বর 2 নম্বর ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ সদস্য সদস্যা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন