নিউজ ডেস্ক : গত কাল 21.10.2024 তারিখে সন্ধ্যায় হরিপাল থানার অফিসার এসআই বিষ্ণু বাগদী, এসআই গৌরাঙ্গ দে, এএসআই অমৃতা ঘোষ, এএসআই দীপক দাস সহ অন্যরা মিলে হরিপাল থানার অধীনে দ্বারহাট্টা বাজার এলাকায় অবৈধ বাজি বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেবদুলাল সাধুখা ও সান্তনু রায় নামক 2 জন ব্যক্তিকে আটক করে।
শুধু তাই নয়, তাঁদের কাছ থেকে অবৈধ বাজি সিজ করেন যেমন তুবরি, রং মোসল, ফুলঝুরি, গাছ বোমা, চকলেট বোমা ইত্যাদি যেগুলির মোট ওজন প্রায় 47 কেজি। পরে আটক ব্যাক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় ০২ টি পৃথক মামলা করা হয়েছে।
Tags:
hooghly