নিউজ ডেস্ক - হুগলি গ্রামীণ পুলিশ কেবলমাত্র নিষিদ্ধ বাজি তৈরি এবং বিক্রির বিরুদ্ধে শুধুমাত্র অভিযান চালাচ্ছেন তা নয় বরং জেলার মানুষকে গ্রীন বাজি পোড়ানোর জন্য সচেতন করছে । নিষিদ্ধ বাজির পোড়ালে বায়ুতে যে দূষণ হয় সেই ব্যাপারে মানুষকে সচেতন করা হচ্ছে ।গত এক পক্ষ কাল ধরে আসন্য কালীপূজা, ছট পূজা, জগদ্ধাত্রী পূজাকে সামনে রেখে জেলা পুলিশের সুপার কামানসিস সেন, আইপিএস, মহাশয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার প্রত্যেকটি থানাতে অবৈধ বাজি তৈরি বা নিষিদ্ধ বাজি বিক্রির বিরুদ্ধে পুলিশের তল্লাশি চলছে ।বিগত কয়েক সপ্তাহে প্রায় কয়েক টন নিষিদ্ধ বাজি তৈরির মাল মসলা বা নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে এই তল্লাশিতে।এই বাজি তৈরি বা যারা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারও করা হচ্ছে।
গতকাল অপরাহ্নে ধনেখালি থানার ওসি র নেতৃত্বে পুলিশকর্মীবৃন্দ ধনেখালির বাজার এলাকা থেকে ধনেখালি থানা পর্যন্ত একটি সচেতনতা পদযাত্রা করে। স্থানীয় মানুষজনকে সচেতন করার জন্য আহ্বান করা হয়। ধোনেখালির নাগরিকবৃন্দ পুলিশের এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত।পরিবেশ দূষণের প্রতিকার ও নিষিদ্ধ শব্দবাজি বন্ধে সচেতনতা মূলক প্রচার করল হুগলি গ্রামীণ পুলিশ।সোমবার ধনেখালি থানার উদ্যোগে আতশ বাজি না পোড়ানোর আর্জি জানিয়ে থানার সামনে থেকে সিনেমা তলা হয়ে সচেতনতা মূলক প্রচার করেন পুলিশ কর্মীরা।হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা জানিয়েছেন শব্দ বাজি নিয়ে সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি বাজির বিরুদ্ধে ধরপাকর ও চলবে।
Tags
hooghly