Howrah: গ্রামের যেকোন সমস্যায় 'মুশকিল আসান' সমীরণ বাবু, নিজের উদ্যোগে গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষকে দিলেন পুজোর উপহার

নিজস্ব সংবাদদাতা, হাওড়া:  পুজোর আগে মাতো গ্রামের অভাবী মানুষদের মুখে হাসি ফোটালেন ওই গ্রামের ছেলে সমীরণ ঘোষ। মাতো গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় চার পাঁচ হাজার দুঃস্থ মানুষের হাতে তুলে দিলেন পুজোর নতুন পোষাক। সমীরণ বাবুর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।


সমীরণ ঘোষ জন্মসূত্রে হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত মাতো গ্রামের আদি বাসিন্দা। বর্তমানে কর্মসূত্রে থাকেন হুগলির শ্রীরামপুরে। তবে শিকড়ের টানে প্রতি সপ্তাহেই একবার করে পৌঁছে যান নিজের গ্রামের বাড়িতে। সকলের খোঁজখবর নেন। গ্রামবাসীদের প্রয়োজনে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমীরণ বাবু।

 এবছর পাঁচ তারিখ শনিবার তিনি সম্পূর্ণ নিজের অর্থে গ্রামের মানুষদের হাতে পুজোর পোষাক তুলে দেন।  মাতো গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষও এদিন উপস্থিত হয় । সমীরণ বাবু প্রত্যেকের হাতেই পোষাক তুলে দেন।


তার কথায়,"জন্মের পর থেকে দেখে আসছি গ্রামের অধিকাংশ মানুষই অভাবী, বাবা আমাকে বলেছিলেন জীবনে যদি কিছু করতে পারিস, এদের দেখিস, আমি সেটুকুই করছি মাত্র। সাধারণ মানুষের পাশে থেকে মনে অনেক শান্তি পাই, আমার উপার্জনের চল্লিশ শতাংশ আমি খরচ করি এই কাজে "।


উল্লেখ্য, ১৯৯০ সাল থেকেই প্রতিবছর পুজোয় প্রায় কয়েক হাজার মানুষকে বস্ত্র বিতরণ করে থাকেন সমীরণ বাবু। পাশাপাশি গ্রামের রাস্তা সংস্কার থেকে শ্মশান সংস্কার, যেকোনো জনকল্যাণমূলক কাজে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। নিজের উপার্জনের চল্লিশ শতাংশই খরচ করেন গ্রামের অভাবী মানুষদের সাহায্যার্থে। 

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন