নিউজ ডেস্ক - ২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পাল্টানোর নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হল। আগামী বছরের ২৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির সেমিস্টার টু-এর পরীক্ষাও শুরু হবে। আর সেই পরীক্ষাই সময় পাল্টে দেওয়া হল। সেই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টে থেকে যা পরিবর্তন করে করা হল দুপুর ২টো আর পরীক্ষা চলবে বিকেল ৪টে পর্যন্ত।
প্রথমার্ধে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও দ্বিতীয়ার্ধে সেমিস্টার ২-এর পরীক্ষা হবে।আর দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত উচ্চ মাধ্যমিক চলবে। সংসদের তরফ থেকে জানানো হল যে গান ও ভিজুয়াল আর্টের পরীক্ষা হবে দুপুর ২ টো থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত।
Tags
WEST BENGAL