INDIAN RAILWAY : রেলকর্মীদের জন্য বোনাস নিয়ে বড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্র , ৭৮ দিনের বোনাস পাবেন রেলকর্মীরা

নিউজ ডেস্ক - উৎসবের সময় রেলকর্মীদের জন্য ভারতীয় রেলওয়ের ও মোদী সরকারের তরফ থেকে বড়ো সিদ্ধান্ত।আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ৭৮ দিনের বোনাস পাবেন রেলওয়ের কর্মীরা।গত বৃহস্পতিবার, কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে ১১ লক্ষ ৭২ হাজার ২৪০ জন রেলকর্মীর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হল। বোনাসের জন্য মোট ২০২৮.৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়ের সঙ্গে যুক্ত কর্মীদের অসাধারণ পারফরম্যান্সকে স্বীকৃতি দিতেই উৎসবের সময় বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী , রেলের বিভিন্ন স্তরের কর্মী, যেমন ট্রাক মেইনটেনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইসর, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, মিনিস্টেরিয়াল স্টাফ ও গ্রুপ-সি কর্মীদের এই বোনাস দেওয়া হবে।

কেন্দ্রীয় সূত্রে খবর থেকে জানা যাচ্ছে, দশেরা থেকে দীপাবলির মধ্যেই রেলকর্মীদের অ্যাকাউন্টে এই বোনাসের টাকা এসে যাবে। মোট ৭৮ দিনের বেতন বোনাস হিসাবে সর্বাধিক ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস পাবেন কর্মীরা।



Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন