নিউজ ডেস্ক - ছাত্র মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে এখনো অশান্ত পরিস্থিতি বাঁশদ্রনিতে । স্থানীয় কাউন্সিলরের দেখা না পাওয়া নিয়ে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় কাউন্সিলর অনিতা কর মজুমদারের সঙ্গে দেখা করতে চেয়েই দেখা না হবার জোরেই বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার পুলিশ এসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ ঘোষাল। তাকে ঘিরেও বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তার পরই কলকাতা পুলিশের ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ।
তিনি স্থানীয় দের সাথে কথা বলে পরিস্হিতি সামাল দেবার চেষ্টা করেন । এর পরই শুরু হয় ধরপাকড় ।পুলিশের থেকে বিক্ষোভ সামাল দেবার চেষ্টা করা হয় । বাঁশদ্রনি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । কিন্তু পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ শুরু হয় । তাকে বের করে নিয়ে যাবার সময় জনতার সঙ্গে শুরু হয় হাতাহাতি। ঘটনার সঙ্গে যে চালক বা কন্ট্রাক্টর যুক্ত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।