KOLKATA DERBY : মাঠে দাপট সবুজ মেরুনের, প্রথম ডার্বিতেই জয় মোহনবাগানের

নিউজ ডেস্ক : আবারও একবার মাঠে গর্জে উঠলো সবুজ মেরুন। চলতি বছরের আইএসএলের কলকাতা ডার্বিতে জয় অর্জন করে মোহনবাগানা সুপার জাইন্টস। এদিন ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হওয়ায় উত্তেজনা যেমন দর্শকদের ছিল, তার থেকেও বেশি গরম আবহাওয়া ছিল মাঠের মধ্যে। যদিও কলকাতা ডার্বি আর উত্তেজনা থাকবেনা? সেরম এই চিত্র দেখা গেলো এদিন। ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে হারাল মোহনবাগান। 

আজ খেলার ৪১ মিনিটে ম্যাকলারেনের গোলে এগিয়ে ছিল মোহনবাগান। হাফ টাইম পর্যন্ত ব্যবধান ছিল ১-০। তবে দ্বিতীয় হাফে পেনাল্টি থেকে গোল পেত্রাতোস গোল করায় ২-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। এমনিতেই আইএসএলে টানা চার ম্যাচ হেরে চাপে ছিল ইস্ট বেঙ্গল। আজ ডার্বিতে হারের পর আরও চাপে থাকবে লাল হলুদ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন