নিউজ ডেস্ক - বৃহস্পতিবার ' দানা ' র দুর্যোগ বেশি থাকার সম্ভাবনার জন্য ইতিমধ্যেই রেল শিয়ালদহ শাখার সকল ট্রেন রাত ৮ টার পর থেকে বাতিল করেছে । তাই প্রশ্ন তৈরি হচ্ছে মেট্রো পরিষেবা নিয়ে।তবে জানা যাচ্ছে, আপাতত মেট্রো বাতিলের কোনও সিদ্ধান্ত নেয়। স্বাভাবিক নিয়ম মেনেই চলবে মেট্রো। কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলছেন, “আমরা কোনও মেট্রো বাতিল করছি না। অরেঞ্জ লাইন যেমন ৮টায় বন্ধ হয়, তেমন থাকবে। কোনও ট্রেন বাতিল করছি না এখনও। শহরের মানুষকে ফিরতে হলে মেট্রোতেই ভরসা রাখতে হয়।”
এইদিকে যে কোনও খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে কলকাতা মেট্রো। এদিন সে কথাও জানান কৌশিকবাবু। বলেন, “সাইক্লোনে কী হবে সেটা আগাম জানা যায় না। তবে আমরা তৈরি থাকছি সবরকম ভাবে।”
Tags
WEST BENGAL