নিউজ ডেস্ক - এনআরএস হাসপাতালে অস্ত্রোপচার করে এক নবজাতকের পেট থেকে বার করা হল যমজ ভ্রূণ। জানা যাচ্ছে মালদহের ওই নবজাতকের জটিল অস্ত্রোপচার করে প্রাণরক্ষা করল এনআরএসের শিশু শল্য বিভাগ। প্রথমে দুইদিনের ওই নবজাতকের মালদহ থেকে এনআরএসে স্থানান্তরিত করা হয়। তারপর ১৮ দিনের মাথায় ওই শিশুর অপারেশন করা হয়।অস্ত্রোপচারের পর শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
এনআরএসের চিকিৎসক কৌশিক সাহা বলেন, “যখন যমজ বাচ্চা তৈরি হয়, তখন প্রকৃতির কিছু বেনিয়মের ফলে একটি বাচ্চার পেটের মধ্যেই আরেকটি ভ্রূণের অবশিষ্টাংশ ঢুকে যায়। সেখান থেকে রক্ত আহরণ করে বাড়তে থাকে। ওটা পরিপূর্ণ ভ্রূণ নয়। ওটা পার্সিয়াল ভ্রূণ, হাতপা কিছুটা, শিরদাঁড়া কিছুটা, মাথার কিছুটা অংশ থাকে। আরও অদ্ভুত ব্যাপার এই বাচ্চাটির পেটের মধ্যে দুটি এরকম ভ্রূণ পাওয়া গিয়েছে। এই নবজাতকের পেটে যে ভ্রূণদুটো ছিল। দুটো ভ্রূণের আবার হাতে আঙুল, পায়ের আঙুল তৈরি হয়েছে। এটা খুবই অস্বাভাবিক।" আর সাথে চিকিৎসক জানাচ্ছেন, “নবজাতকের শরীকে আরেকটা ভ্রূণ তৈরি হয় অনেক সময়। কিন্তু এক নবজাতকের শরীরে দুটো ভ্রূণ তৈরি হওয়া, এটা আমার জীবনে আমি কখনও দেখিনি।”